Sunday, July 24, 2016

Lyrics of Hindi song: Hum Tere Bin | Movie Aashiqui-2


Hum tere bin ab reh nahi sakte
Tere bina kya wajood mera (x2)

Tujhse juda gar ho jaayenge
Toh khud se hi ho jaayenge judaa

Kyunki tum hi ho
Ab tum hi ho
Zindagi ab tum hi ho
Chain bhi, mera dard bhi
Meri aashiqui ab tum hi ho

Tera mera rishta hai kaisa
Ik pal door gawara nahi
Tere liye har roz hai jeete
Tujh ko diya mera waqt sabhi
Koi lamha mera na ho tere bina
Har saans pe naam tera

Kyunki tum hi ho
Ab tum hi ho
Zindagi ab tum hi ho
Chain bhi, mera dard bhi
Meri aashiqui ab tum hi ho

Tumhi ho... Tumhi ho...
Tere liye hi jiya main
Khud ko jo yun de diya hai
Teri wafa ne mujhko sambhala
Saare ghamon ko dil se nikala
Tere saath mera hai naseeb juda
Tujhe paake adhoora naa raha hmm..

Kyunki tum hi ho
Ab tum hi ho
Zindagi ab tum hi ho..
Chain bhi, mera dard bhi
Meri aashiqui ab tum hi ho (x2)


Read more: Radio Green FM | Facebook 

Wednesday, July 20, 2016

Lyrics of bengali song: "Manush Ekta Dui Chakkar Cycle"||

হাওয়ার উপর চলে ঘাড়ি ।।
লাগেনা পেট্রোল ডিজেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল
চমৎকার ঘাড়ির মডেল।।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (২ বার)।


দুই চাক্কায় করেছে খাড়া
জায়গা জায়গায় ইস্ক্রুব মারা
৭২ হাজার স্পুক দিয়া এই সাইকেল গড়া।।
চিন্তা কইরা দেখ না একবার।।
২০৬ টা হয় এক্সেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (ঐ)।

নতুন সাইকেল পুরান হইবে
কল কব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে।।
এক কদম আগে না বাড়বে।।
হাজার বার মারলেও প্যাডেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (ঐ)।

ফুরাইলে সাইকেলের বাতাশ
সেদিন হবে সর্বনাশ
গিয়ার কাজ করবে না রাখিও বিশ্বাস।।
মুনি সরকার হইয়া লাশ।।
থাকবে ভব মেডিকেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (ঐ)।


@রেডিও গ্রীন এফএম | Radio Green FM ||
www.radiogreenfm.com |
Music without Border

Wednesday, July 6, 2016

Eid Mubarak to all listener of Radio Green FM


Eid Mubarak | Eid Mubarak | Eid Mubarak ||

ঈদের আনন্দ সবার মাঝে সমান ভাবে ছড়িয়ে পড়ুক, আলোকিত হোক মন ও বিশ্ব। পৃথিবীর প্রতিটি প্রান্তে ধ্বনিত হোক ভ্রাতৃত্বের জয়ধ্বনি।।
Let spread equally among all the joy of Eid, the mind and the world to be illuminated. Let's around of the sonic of the world by acclaim of brotherhood.

পৃথিবীর থেকে হিংসা, হানাহানি, যুদ্ধ বন্ধ করার মতো নেতৃত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ হীন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত পৃথিবীর প্রত্যাশায়।
Set one's heart, the envy of the world, violence, war; and lead the fight for the worst for future generations, hope for the world must be free of hunger and poverty.
 
সবাইকে ঈদের শুভেচ্ছা ।। ঈদ মোবারক।। 
Courtesy of:
Radio Green FM | রেডিও গ্রীন এফএম
- www.radiogreenfm.com | Music without Boarder | Keeps listing new hits and trendy Eid Collection | Its makes only for you |

Eid Mubarak on behalf of the Radio Green FM


Eid Mubarak | Eid Mubarak | Eid Mubarak |

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়া লা ইলাহা ইল্লাহু, ওয়াল্লাহু আকবার,

আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
Many many happy and lot of peace & prosper to brings on the Holly Eid-ul-Fittar| May Allah Help us | 


ঈদ মোবারক। ঈদ মোবারক।


হে আল্লাহ, পৃথিবীর সব দেশ থেকে হিংসা, হানাহানি, যুদ্ধ বন্ধ করার মতো নেতৃত্ব ও যুদ্ধ হীন একটা পৃথিবী তুমি আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দান করুন। আমিন।

Courtesy of:

Radio Green FM | রেডিও গ্রীন এফএম || Music without Boarder | Keeps listing new hits and trendy Eid Collection | Its makes only for you |

রোজার পূর্ণতা ও বিশুদ্ধতার জন্য ফিতরা |

সদকাতুল ফিতর রমজানের একটি অন্যতম ইবাদত। এটি ঈদের দিন গরিবদের খাবারের জন্য, ঈদের আনন্দ ধনী-গরিব সবাই ভাগাভাগি করে নেওয়ার জন্য শরিয়ত প্রদত্ত ব্যবস্থাপত্র। সদকাতুল ফিতর সম্পর্কে নবীজি (সা.) বলেছেন, ‘তোমরা এ দিনটিতে তাদের অন্যের কাছে চাওয়া থেকে বিরত রাখো।’ জাকাতের মতো এটিও অর্থনৈতিক ইবাদত। রোজা পালন করতে গিয়ে আমাদের অনেক ভুলত্রুটি হয়েছে। তাই আমাদের এ সাধনা যেন বিফলে না যায়, অশেষ নেকি অর্জন করে যেন আখিরাতের জীবনকে ধন্য করতে পারি, সে জন্য আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) একটি ব্যবস্থা করে দিয়েছেন। সেটি হলো ‘সদকাতুল ফিতর’ বা ‘ফিতরা’। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) রোজা পালনকারীর জন্য সদকাতুল ফিতর আদায় অপরিহায করে দিয়েছেন, যা রোজা পালনকারীর অনর্থক, অশ্লীল কথা ও কাজ পরিশুদ্ধকারী ও অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। যে ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে তা সদকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যে ঈদের সালাতের পর আদায় করবে তা অপরাপর (নফল) সদকা হিসেবে গৃহীত।’ (আবু দাউদ : ১৩৭১)। প্রশ্ন হলো ফিতরা দেবেন কে? এটি দেবেন সেই রোজাদার ব্যক্তি, যিনি ঈদের দিন ভোরে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ হিসাবে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সমপরিমাণ সম্পদের মালিক। তার ওপরই সদকাতুল ফিতর ওয়াজিব।
তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন, তেমনি নিজের পোষ্যদের পক্ষ থেকেও আদায় করবেন। প্রশ্ন হচ্ছে, ফিতরা কত দিতে হবে? ১৬৫০ গ্রাম অথবা এর সমমূল্য গম ও আটার হিসাবে। খেজুর, কিশমিশ, জবের হিসাবে ৩৩০০ গ্রাম অথবা এর সমমূল্য। সদকাতুল ফিতর দুই সময়ে দিতে হয়। উত্তম হলো ঈদের নামাজের আগে আদায় করে দেওয়া। কেননা, রাসুল (সা.) ঈদগাহে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। (মুসলিম শরিফ) ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। জাকাত গ্রহণের উপযুক্ত এমন অভাবী লোকদের সদকাতুল ফিতর দিতে হবে। একজন দরিদ্র মানুষকে একাধিক ফিতরা দেওয়া যেমন জায়েজ, তেমনি একটি ফিতরা বণ্টন করে একাধিক মানুষকে দেওয়াও জায়েজ। সদকাতুল ফিতরের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে ঈদের খুশিতে গরিব শ্রেণির লোককেও শামিল করে নেওয়া। এর মাধ্যমে রোজার মধ্যে ত্রুটি-বিচ্যুতির ক্ষতিপূরণও হবে।
দরিদ্র ব্যক্তির প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়। এর ফলে ঈদের দিনগুলোতে দরিদ্র ব্যক্তিরা ধনীদের মতো স্বচ্ছলতা বোধ করে। সদকাতুল ফিতরের ফলে ধনী-গরিব সবার জন্য ঈদ আনন্দদায়ক হয়। সদকাতুল ফিতর আদায়কারী দানশীল হিসেবে পরিগণিত হয়। সদকাতুল ফিতর দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়। তিনি নিজ অনুগ্রহে বান্দাকে পূর্ণ এক মাস রোজা পালনের তওফিক দিয়েছেন, সঙ্গে সঙ্গে সদকাতুল ফিতরের মতো আরেকটি ভালো কাজের তাওফিক দান করলেন। সদকাতুল ফিতর প্রদানের সময় যে এলাকায় সে অবস্থান করছে, ওই এলাকার গরিবরাই বেশি হকদার। ওই এলাকায় সে স্থায়ী হোক বা অস্থায়ী। (সংগ্রহ)

Courtesy of:
Radio Green FM | রেডিও গ্রীন এফএম-www.radiogreenfm.com | Music without Boarder | Keeps listing new hits and trendy Eid Collection | Its makes only for you |