Wednesday, July 20, 2016

Lyrics of bengali song: "Manush Ekta Dui Chakkar Cycle"||

হাওয়ার উপর চলে ঘাড়ি ।।
লাগেনা পেট্রোল ডিজেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল
চমৎকার ঘাড়ির মডেল।।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (২ বার)।


দুই চাক্কায় করেছে খাড়া
জায়গা জায়গায় ইস্ক্রুব মারা
৭২ হাজার স্পুক দিয়া এই সাইকেল গড়া।।
চিন্তা কইরা দেখ না একবার।।
২০৬ টা হয় এক্সেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (ঐ)।

নতুন সাইকেল পুরান হইবে
কল কব্জায় জং যে ধরিবে
বেল বাতির ঐ ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে।।
এক কদম আগে না বাড়বে।।
হাজার বার মারলেও প্যাডেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (ঐ)।

ফুরাইলে সাইকেলের বাতাশ
সেদিন হবে সর্বনাশ
গিয়ার কাজ করবে না রাখিও বিশ্বাস।।
মুনি সরকার হইয়া লাশ।।
থাকবে ভব মেডিকেল।
মানুষ একটা দুই চাক্কার সাইকেল।। (ঐ)।


@রেডিও গ্রীন এফএম | Radio Green FM ||
www.radiogreenfm.com |
Music without Border

1 comment: